ডার্ক মোড
Wednesday, 19 March 2025
ePaper   
Logo
জামালপুরে ১১ মামলার আসামীর লাশ উদ্ধার

জামালপুরে ১১ মামলার আসামীর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকার বড় খাল ব্রিজের পাশ থেকে শাহীন আলম (৪৩) এর মৃতদেহ উদ্ধার করেছে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ। ১৮ মার্চ সকাল ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন একজন ড্রাইভার।

তদন্ত কেন্দ্রের আইসি ফিরোজ মিয়া জানান-সকালে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মৃতদেহ উদ্ধার শেষে থানায় আনার পর তার প্রথম স্ত্রী জরিনা বেগম স্বামীর লাশ সনাক্ত করেন।

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান-নিহত ব্যক্তির লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী জরিনা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে ১১টি মামলাও আছে। সব কিছু মিলে তদন্ত চলছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন