
বরিশালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারী অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে
বরিশাল ব্যুরো
প্রতারনা ও অর্থ আত্নসাৎ মামলায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের অফিস সহকারী আঃ ছত্তারকে জেল হাজতে পাঠিয়েছে বরিশাল ম্যাজিস্ট্রেট আদালত। গোপন সূত্রে জানা যায়, রবিবার বরিশালের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামী আঃ ছত্তার হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
এতে উক্ত জামিনে রাষ্ট্র পক্ষ জামিনের বিরোধিতা করেন।বিজ্ঞ আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান উভয় পক্ষের কথা শুনে শুনানীঅন্তে আসামী আঃ ছত্তারের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। রাষ্ট্র পক্ষে লড়াই করেন বরিশালের স্বনামধন্য এ্যাডভোকেট এবং বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসির। বাদী জানান ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পযন্ত বাংলাদেশ সচিবালয়ের অফিসার্স কেন্টিন লিজ নিয়ে বাদী ব্যবসা পরিচালানা করতেন।
আসামীর সাথে বাদীর সুসম্পর্ক ছিল। বাদী বেশির ভাগ সময় ব্যবসায়িক কারনে বরিশাল থাকার কারনে আসামী আঃ ছত্তার কেন্টিন পরিচালনা করার ইচ্ছা পোষন করিলে, বাদী বাপ্পী রঞ্জন রায় সরল বিশ্বাসে কেন্টিন পরিচালনার পুরো দায়িত্ব আসামী আঃ ছাত্তার এর উপর ছেড়ে দেন। বাদীর সরলতার সুযোগে এবং খোজ খবর কম নেয়ার কারনে চতুর আসামী বাংলাদেশ সচিবালয়ের ৯ মাসের সরকারী কেন্টিন ভাড়া এবং সরকারী অন্যান্য পাওনাদী পরিশোধ না করিয়া সর্বমোট উনত্রিশ লক্ষ বাইশ হাজার তিন শত আটাশ টাকার প্রতারনা ও আত্নসাৎ করেন আসামি আঃ ছাত্তার।
বাদী বাপ্পী রঞ্জন রায় সব কিছু জানার পর আসামীর কাছে উক্ত সচিবালয়ের সরকারী কেন্টিন ভাড়া কেন জমা দেয়নি জানতে চাইলে, আসামী আঃ ছত্তার জানায় তার নিজ প্রয়োজনে সমুদয় টাকা খরচ করেছে এবং অতিদ্রুত সকল পাওনাদী অর্থাৎ ২৯,২২,৩২৮ টাকা বাদীর নিকট পরিশোধ করিয়া দিবে।
এবং এই মর্মে আসামী আঃ ছত্তার ১০০ টাকা মূল্যের ৩ খানা নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে লিখিতভাবে ঙ্গীকার করেন। পরবর্তীতে আসামী আঃ ছত্তার উক্ত টাকা পরিশোধ না করিয়া টালবাহানা করিতে থাকে এবং এক পর্যায়ে আসামী আঃ ছত্তার সচিবালয়ের ষ্ট্যাফ হিসেবে তার অনেক ক্ষমতা আছে প্রকাশ করে এবং আসামী টাকা না দিলে বাদী বাপ্পী কিছুই করতে পারবে না বলিয়া টাকা দিতে অস্বীকার করলে, বাদী বাপ্পী রঞ্জন রায় অনুপায় হইয়া ২০১৯ সনে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা করেন। যার জি আর মামলা নং-১০৭/২০১৯ (কোতয়ালী)। আসামী আঃ ছত্তার কোতয়ালী মডেল থানা ভোলা খেয়াঘাট চর সামাইয়া গ্রামের মৃত কাজেম আলীর ছেলে।আসামি আঃ ছাত্তারকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে প্রেরন করেন।