ডার্ক মোড
Thursday, 08 May 2025
ePaper   
Logo
বরিশালে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

 

বরিশাল ব্যুরো
 
বরিশালের বানারীপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮, বরিশাল।
 
র‌্যাব-৮ জানায়, ৫ মে (সোমবার) দুপুর ২টা ৩৫ মিনিটে বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত তিন আসামিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সেলিম শিকদার (৫৩), পিতা: নুরুল ইসলাম শিকদার, বরগুনা সদর; মো. বাদশা সরদার (৪৫), পিতা: মো. আজিজ সরদার, বানারীপাড়া, বরিশাল; ও ডালিম হাওলাদার (৪৮), পিতা: মৃত নজরুল ইসলাম, একই থানার ইন্দ্রের হাওলা গ্রামের বাসিন্দা।
 
র‌্যাব জানায়, গত ২২ এপ্রিল গভীর রাতে বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে ব্যবসায়ী মো. মিজানুর রহমান ওরফে বাবুলের (২৫) বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রায় ২২ লাখ ৪৩ হাজার টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
 
এ ঘটনায় ভিকটিম থানায় মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৮-এর সহযোগিতা চেয়ে আবেদন করেন। পরে র‌্যাব-৮ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন স্থানে ডাকাতি, চুরি ও দস্যুতার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী লুন্ঠিত মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন