ডার্ক মোড
Sunday, 09 March 2025
ePaper   
Logo
বরগুনায় ভয়াবহ দূর্ঘটনায় সহকারী পুলিশ সুপারসহ বেঁচে ফিরলেন তিন পুলিশ

বরগুনায় ভয়াবহ দূর্ঘটনায় সহকারী পুলিশ সুপারসহ বেঁচে ফিরলেন তিন পুলিশ

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা

বরগুনায় সহকারী পুলিশ সুপারকে নিয়ে তার বহনকারী সরকারি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্থানীয়দের সহায়তায় ভয়াবহ দূর্ঘটনার শিকার হয়ে জীবিত অবস্থায় বেঁচে ফিরলেন তিনিসহ আরো দুই পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরের দিকে বরগুনা- পুরাকাটা মহাসড়কের পুরাকাটা বাধঘাট নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, দ্রুত গতি নিয়ে গাড়িটি আমতলীর উদ্যেশ্য যাচ্ছিলো। এমতো অবস্থায় বাধঘাট আলতাফ হোসেন মৃধা স্কুল এর সামনে সড়কের পাশে পরে যায়। ভয়াবহ মূহুর্তে স্থানীয়রা দৌড়ে এসে ভিতরে থাকা সবাইকে উদ্ধার চেষ্টা চালিয়ে গাড়িটি খাদে পড়ার আগেই দ্রুত সময়ের মধ্যে সহকারী পুলিশ সুপারসহ অন্য দুই পুলিশকে বের করা হয়েছে। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে জানা যায়, বরগুনার আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম মাসুদ দুপুরের দিকে তার সরকারি গাড়ি যোগে চালকসহ পুলিশের আরও এক সদস্য নিয়ে বরগুনা থেকে আমতলীর উদ্দেশ্যে রওয়ানা হন। পরে বরগুনা টু পুরাকাটা ফেরিঘাট সড়কের পুরাকাটা বাধঘাট নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সহকারী পুলিশ সুপার স্যার তার বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়। এতে গাড়িটি খাদে পড়ে গেলে স্যার সহ অন্যান্যরা সামান্য আহত হলেও কারো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন