ডার্ক মোড
Friday, 01 November 2024
ePaper   
Logo
বঙ্গোপসাগরে ফিসিংবোড ডুবিতে নিখোঁজ ৮, উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড

বঙ্গোপসাগরে ফিসিংবোড ডুবিতে নিখোঁজ ৮, উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড

 

  নিজস্ব প্রতিবেদক


কক্সবাজার ও সেন্টমার্টিনের মাঝামাঝি বঙ্গোপসাগরে এফবি "এফবি জানজাবিন" নামে একটি ফিসিংবোট ডুবে যায়। এঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে ৮ জন।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, শনিবার ভোর ৫টায় কক্সবাজার লাইট হতে ৩৭ নটিক্যাল মাইল এবং সেন্টমার্টিন্স লাইট হতে ৩৪.৫ নটিক্যাল মাইল দূরে ২৫ জন জেলে নিয়ে "এফভি জানজাবিন" নামের একটি মাছ ধরার জাহাজ ডুবে যায়।

ডুবে যাওয়া ২৫ জনের মধ্যে ১৩ জন জেলেক অন্য একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে। সকাল সাড়ে ১০ টার দিকে কোস্ট গার্ড জাহাজ বিসিজি এস শ্যামল বাংলা ঘটনাস্থলে পৌছায়।

এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৮জন। বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে...

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন