
ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা
সৌমিত্র সুমন,পায়রা বন্দর(পটুয়াখালী) প্রতিনিধিঃ
কলাপাড়ার কুয়াকাটা দীর্ঘ রমজানের নীরবতা কাটিয়ে ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হতে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। হোটেল-মোটেল ব্যবসায়ীরা ইতোমধ্যেই তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন, সাজানো হয়েছে আবাসিক হোটেল, পর্যটন স্পট ও যাতায়াতের পথ।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলগুলোর ৫০-৬০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে স্থানীয় স্টেকহোল্ডার, জনপ্রতিনিধি ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৈকতের পরিবেশও নতুন রূপে সেজেছে, যা ভ্রমণপিপাসুদের আরও আকর্ষণ করবে।
নিরাপত্তার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে, থাকবে বিশেষ টিম ও সিসি ক্যামেরা মনিটরিং। ট্যুর গাইডরাও পর্যটকদের সহযোগিতায় কাজ করবে। কুয়াকাটার প্রকৃতি ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে এবারের ঈদে লাখো পর্যটকের ভিড় জমতে পারে বলে আশা করা হচ্ছে।