ডার্ক মোড
Thursday, 27 March 2025
ePaper   
Logo
ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

on wednesday 26

সৌমিত্র সুমন,পায়রা বন্দর(পটুয়াখালী) প্রতিনিধিঃ

কলাপাড়ার কুয়াকাটা  দীর্ঘ রমজানের নীরবতা কাটিয়ে ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হতে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। হোটেল-মোটেল ব্যবসায়ীরা ইতোমধ্যেই তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন, সাজানো হয়েছে আবাসিক হোটেল, পর্যটন স্পট ও যাতায়াতের পথ।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলগুলোর ৫০-৬০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে স্থানীয় স্টেকহোল্ডার, জনপ্রতিনিধি ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৈকতের পরিবেশও নতুন রূপে সেজেছে, যা ভ্রমণপিপাসুদের আরও আকর্ষণ করবে।

নিরাপত্তার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে, থাকবে বিশেষ টিম ও সিসি ক্যামেরা মনিটরিং। ট্যুর গাইডরাও পর্যটকদের সহযোগিতায় কাজ করবে। কুয়াকাটার প্রকৃতি ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে এবারের ঈদে লাখো পর্যটকের ভিড় জমতে পারে বলে আশা করা হচ্ছে।                                       

 
 
 
 
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন