ডার্ক মোড
Tuesday, 07 October 2025
ePaper   
Logo
ফুলবাড়ীতে মরা গরুর মাংস বিক্রি করার সময় জনতার হাতে ধরা পুলিশের হাতে সপর্দ

ফুলবাড়ীতে মরা গরুর মাংস বিক্রি করার সময় জনতার হাতে ধরা পুলিশের হাতে সপর্দ

 

 
মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
ফুলবাড়ী(কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরা গরুর মাংস বিক্রি করার সময় হাতেনাতে এক কসাইকে আটক করেছে জনতা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় এনেছে। 

জানাযায়,গতকাল শুক্রবার ১১ জুলাই রাত আনুমান দশটার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়ার বাজারে ল্যাম্পিস্কিন রোগে আক্রান্ত একটা মরা গরু লোকের আড়ালে পরিত্যক্ত স্থানে জবাই করে অটোতে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে এবং কিছু মাংস বিক্রিও করেন। পরে  ঐ এলাকার জনগণ মরা গরুর মাংস বিক্রি করার কথা জানতে পেরে মংস বিক্রয়কারী ব্যবসায়ী শাহিনুরকে আটক করে বেঁধে রাখে এবং ফুলবাড়ী থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে শাহিনুরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ শনিবার দুপুরে ঘটনা স্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান(কনক),ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মওদুদ হাসান। পরিদর্শন শেষে হেফাজতরত অভিযোগকারী শাহিনুরকে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে নিয়ে এসে জিজ্ঞাসা করলে তিনি তার অপারাস স্বীকার করেন।

উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম জানান, দোষী তার অপরাধ স্বীকার করায় মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং তার লাইসেন্স নতুন করে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ততদিন পর্যন্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল আইন কানুন মেনে নিয়ে লাইসেন্স নবায়ন করবে না ততদিন তার ব্যবসা বন্ধ থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন