
পুঠিয়ায় ১৫ মাসের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় ১৫ মাস বয়সি শিশুকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে।
সোমবার উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫৫) কে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১টায় অভিযুক্ত রশিদ শিশুটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে অশালীন কাজ করছিলো। এসময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তার বাড়িতে ঢুকে শিশুকে উদ্ধার করে এবং রশিদকে আটকে রেখে পুলিশিকে খবর দেওয়া হয়। এরপরে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে বলেও জানা যায়।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন আইনগত প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।