
পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি - সাধারণ সম্পাদক পদে আ'লীগ সমর্থিতরা জয়ী
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি - সাধারণ সম্পাদকসহ ছয় পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
অপরদিকে সহসভাপতি - যুগ্ম সম্পাদকসহ সাতটি পদে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী এক্য পরিষদের প্রার্থীরা জিতেছেন।
গতকাল রবিবার (২৩ মার্চ) সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ২৭৪ জন সদস্যের মধ্যে ২৩৬ জন ভোট দেন। ভোট গননা শেষে রবিবার রাত ৯ টার দিকে নির্বাচন কমিশনার এডভোকেট হুমায়ুন কবির ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে আওয়ামী লীগ - সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি - সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে।
আওয়ামী লীগ - সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি সরদার ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আহসানুল কবির, গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক সুশেন হালদার, ক্রীড়া সম্পাদক আকন্দ মো. রুহুল আমিন ও সদস্য পদে আনোয়ার হোসেন তালুকদার।
অপরদিকে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন সহসভাপতি পদে নিজাম উদ্দিন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আকরাম আলী মোল্লা, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, হিসাব নিরীক্ষক মিজানুর রহমান (২) ও সদস্য পদে শফিকুল ইসলাম (স্বপন), মনিরুজ্জামান ও মো. বায়েজীদ খান।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন