ডার্ক মোড
Tuesday, 18 March 2025
ePaper   
Logo
নেছারাবাদে ছাত্রলীগ সমর্থক থেকে কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত একদিন পর কমিটি বিলুপ্ত

নেছারাবাদে ছাত্রলীগ সমর্থক থেকে কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত একদিন পর কমিটি বিলুপ্ত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক অনিক রায়কে উপজেলার কুড়িয়ানা কবিগুরু রবিন্দ্রনাথ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি কর হয়েছে বলে জানা গেছে। তবে কমিটি অনুমোদনের একদিনের মাথায় তা আবার বিলুপ্ত করা হয়েছে। ছাত্রলীগ সমর্থক থেকে রাতারাতি কলেজ ছাত্রদলের সভাপতির পদ পাওয়া অনিক রায় উপজেলার ব্রাহ্মনকাঠি গ্রামের অনিমেষ রায়ের ছেলে।

গত রবিবার (১৬ মার্চ) পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. হাসান আল মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি স্বাক্ষরিত দলীয় প্যাডে অনিক রায়কে সভাপতি করে কলেজ কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে কমিটি ঘোষণার একদিনের মাথায় সোমবার জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদক এক জরুরী সভার মাধ্যমে নবগঠিত ওই কমিটি বিলুপ্ত করেন।

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোল্লা মো. মশিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে কথা বলার জন্য অনিক রায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল জুবায়ের বলেন, কলেজ কমিটি করার পর শুনতে পারি সেই কমিটির সভাপতি নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থক। প্রকৃতপক্ষে ওই ছেলেকে আমি চিনিনা।

পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি জানান, আটঘর কুড়িয়ানা একটি হিন্দু অধ্যুষিত এলাকা।কুড়িয়ানা কলেজে ছাত্রদলের সদস্য সংগ্রহ করার পর তাদের ভোটের মাধ্যমে ওই কমিটির অনুমোদন দেয়া হয়েছিল। কমিটি ঘোষণার পর জানতে পারি কমিটির সভাপতি হওয়া অনিক রায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক ছিল। তাই সোমবার জরুরী সভা ডেকে নবগঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন