ডার্ক মোড
Monday, 28 April 2025
ePaper   
Logo
নিখোঁজের ৩ দিন পর ভোগাই নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর ভোগাই নদী থেকে যুবকের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

নিখোঁজের তিনদিন পর ভোগাই নদী থেকে শেরপুরে এক রংমিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ এপিল) দুপুরে বাড়ির পাশের ভোগাই নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

জাহাঙ্গীর আলম (২৬) শিমুলতলা গ্রামের মহাখালী এলাকার সামেদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, তিনদিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যায়নি। দুপুরে বাড়ির পূর্বপার্শ্বে ভোগাই নদীতে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় একজনের সঙ্গে কয়েকদিন আগে কথাকাটাকাটি হয়েছিল জাহাঙ্গীরের। তারই জের ধরে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হতে পারে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন