ডার্ক মোড
Tuesday, 29 April 2025
ePaper   
Logo
আন্তর্জাতিক শ্রমিক স্মরণ দিবস পালিত

আন্তর্জাতিক শ্রমিক স্মরণ দিবস পালিত

নিজ্বস প্রতিবেদক
 
২৮ এপ্রিল ২০২৫, সকাল ১১টায় বাংলাদেশ সংযুক্ত বিল্ডিং এন্ড  উড ওয়ার্কার্স ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক স্মরণ দিবস উপলক্ষে ২৭/১১/১-এ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০,  কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এ এস এম বদরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল আলম ফারুক, নারী নেত্রী রেহেনা বেগম, পিংকি আক্তার প্রমূখ।সভার শুরুতে নেতৃবৃন্দ  জাতীয়  ও আন্তর্জাতিকভাবে যে সকল শ্রমিকরা কর্মস্থলে নিহত হয়েছেন তাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন ও আহতদের সুচিকিৎসাসহ নিহত-আহত পরিবারের  ক্ষতিপূরণের দাবী করেন।
এ সময় বক্তারা আই এল ও কনভেনশন ১০২ অনুসমর্থন এবং আই এল ও কনভেনশন ৮৭, ৯৮ বাস্তবায়ন করার জন্য জোর দাবী করেন। বক্তারা নির্মান সেক্টরে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষাসহ ট্রেড ইউনিয়ন আইনে উল্লেখিত সকল শ্রম অধিকার বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন