
মিরসরাইয়ে গ্রাম আদালতের সভা অনুষ্ঠিত
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটি এভিসিবি ৩য় প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৮ এপ্রিল) বিকাল ৩ টায় মিরসরাই উপজেলা সম্মেলন কক্ষে গ্রাম আদালত সক্রিয় করণের লক্ষে ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা কমিটির সদস্য সচিব মিরসরাই সমাজ সেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে উপজেলা সমন্বয়ক জেসমিন আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার এস আই হাবীবুর রহমান, মিরসরাই থানার এস আই মো: সোলায়মান, প্রশাসনিক কর্মকর্তা হাসান আহম্মেদ জুমন, দুর্গাপুর ইউপি সচিব কাঞ্চন কান্তি পাল, মহি উদ্দীন ও মনির হোসেনসহ প্রমুখ। বক্তারা গ্রাম আদালত কার্যক্রমের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সর্বশেষ গ্রাম আদালতকে আরো সক্রিয় করার জন্য আলোচনা সভা, ওয়ার্ড সভা,উঠান বৈঠক,করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এবং পেন্ডিং মামলা গুলো দ্রুত নিস্পত্তি করার জন্য নির্দেশনা প্রদান করে আজকের সভার সমাপ্তি ঘোষণা করেন। সভা শেষে ইউআরটি সদস্যদের মাঝে সনদ বিতরন ও প্রসাশনিক কর্মকর্তা ১৬ জন এর মাঝে পেপার ওয়েট,ওয়াল ক্ল্যালেন্ডার, লিফলেট, ও পি এস ই এ পোস্টার প্রদান করা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন