ডার্ক মোড
Tuesday, 07 October 2025
ePaper   
Logo
নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

 

স্টাফ করেসপন্ডেন্ট,  নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জে ওরশ থেকে বাসা ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে এক বাকপ্রতিবন্ধী  কিশোরী। এ ঘটনা গতকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শুক্রবার স্থানীয় থানায়  অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত মো. আসমত আলী ওরফে আছু (৩৮) নামের এক ব্যক্তি।

 

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে দ্রুত ধরতে প্রয়োজনীয় অভিযান চলছে।’

 

প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত একটি ওরশে গিয়েছিল ওই বাকপ্রতিবন্ধী কিশোরী। সেখান থেকে প্রতিবেশী হওয়ায় পূর্ব পরিচিত হওয়ায় আসমত আলী তাকে ওরশ থেকে তাকে ডেকে নিয়ে যান। এরপর দয়াকান্দা খালপাড়ের একটি নির্জন ঝোপে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে ওই কিশোরী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে হৃদয়বিদারক সেই ঘটনার কথা ইশারায় জানায়।

 

বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও উত্তাপ ছড়িয়ে পড়ে। নিজের মেয়ের নির্মম অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে কিশোরীর মা রুদ্ধ কণ্ঠে বলেন, ‘আমার মেয়েটি অনেক কাকুতি-মিনতি করেও সেই পশুর হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি।’

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শাহীন দেওয়ানের বাড়িতে প্রতিবছর এই ওরসের আয়োজন করা হয়, যেখানে মাদকের আসরও বসে। তাদের দাবি, কোনো প্রশাসনিক অনুমোদন ছাড়াই এই অনুষ্ঠান আয়োজিত হয়, যার ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের অঘটন ঘটেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন