
নাঃগঞ্জে এমপি প্রার্থী মডেল মাসুদকে নিয়ে ষড়যন্ত্র
স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের শিল্পপতি মো: মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদ অভিযোগ করলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাকে হেয় করার চেষ্টা চলছে। যাতে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে এমপি পদে নির্বাচন করতে না পারেন।
তিনি গতকাল শণিবার (৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, গত ৩০ সেপ্টেম্বর কিছু লোক ফোন করে তার সাথে দেখা করে জানিয়েছে যে, তার বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা হতে পারে। এ জন্য একটি পক্ষ ৩০ লাখ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, আমি সম্প্রতি বিএনপি’তে যোগ দিলেও ৩০/৩৫ বছর ধরে বিএনপি করি। বিএনপি আমার ধ্যান-জ্ঞান ও মন। নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে আমি এবার দৃঢ়ভাবে মাঠে নেমেছি। নির্বাচন করতে চাই।
এখন কাজ করার সময়, দ্বিধাবিভক্তির সময় না। আমাকে রাজনীতির মাঠ থেকে সরানোর চেষ্টা চলছে। সবাই আমার পাশে থাকবেন। মনোনয়ন কোন ফ্যাক্ট না। আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকবো।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও সাবেক সভাপতি আরিফ আলম দিপুসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।