ডার্ক মোড
Monday, 10 March 2025
ePaper   
Logo
নতুন ভোটার তালিকায় নারায়ণগঞ্জে ১ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে

নতুন ভোটার তালিকায় নারায়ণগঞ্জে ১ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার বেড়েছে ১ লাখ ৫ হাজার ৫১৯ জন। শতকরা হিসাবে ৫ শতাংশ। রেজিস্টার অন্তর্ভুক্ত অনুপস্থিত ভোটার ২২ হাজার ৫৯৯ জন। একই সঙ্গে তালিকা থেকে বাদ পড়ছে ২৪ হাজার মৃত ভোটার। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২০ জানুয়ারি থেকে জেলার ৫টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হয়।

এই সময়ের মধ্যে জেলায় তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে ১ লাখ ৫ হাজার ৫শ ১৯ জন ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেন। একই সময়ে জেলায় ২৪ হাজার জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েন। বাদ পড়া ব্যক্তিরা তালিকা হালনাগাদ করার আগেই মারা গেছেন। যা শতকরা হিসাবে ১ দশমিক ০৪ শতাংশ।

জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ২৩ লাখ ২ হাজার ৭৬১ জন। হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে ১ লাখ ৫ হাজার ৫শ ১৯ জন ভোটার। যা শতকরা হিসাবে মোট ভোটারের ৫ শতাংশ। এরমধ্যে ২০০৭ সালের বাদ পড়া ভোটার ৭২ হাজার ২৪৩ জন। এরমধ্যে পুরুষ ৩৪ হাজার ৫৩৭জন, মহিলা ৩৭ হাজার ৭০৪ জন ও হিজড়া ভোটার ২ জন।

২০০৮ এর মধ্যে যাদের জন্ম এমন ভোটার ৩৩ হাজার ২৭৬ জন। এরমধ্যে পুরুষ ১৬ হাজার ৪৭৯ জন ও মহিলা ১৬ হাজার ৭৯৭ জন। রেজিস্টার অন্তর্ভুক্ত অনুপস্থিত ভোটার ২২ হাজার ৫৯৯ জন। মৃত ভোটারের সংখ্যা ২৪ হাজার। এরমদ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬৩৪ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৩৬৯ জন। যা শতকরা হিসাবে ১ দশমিক ০৪ শতাংশ।

এদিকে, গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদবলেন, এবারের হালনাগাদে সারাদেশে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন নতুন ভোটার যুক্ত হচ্ছেন। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার। শতকরা হিসাবে ১.৭৭ শতাংশ।

নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এছাড়া অনলাইন আর আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য-সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এছাড়া মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছরের কেউ ভোটার হয়েছে কিনা এমন তথ্য নেই ইসির কাছে। তবে নির্দিষ্ট করে কেউ জানালে কমিশন বিষয়টি দেখবে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ও ভোটকেন্দ্রের তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জের মোট পাঁচটি আসনে সম্ভাব্য ভোটার সংখ্যা ২২ লাখ ৫০ হাজার ৬৯১ জন। আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, সব থেকে বেশি ভোটার রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে। এই আসনের ভোটার ৬ লাখ ৯৪ হাজার ২০৭ জন। এবার নারায়ণগঞ্জ-৪ আসনে ভোটার বেড়েছে ৬১ হাজার ৫৮৫ জন। ভোট কেন্দ্র ২৩১টি ও বুথ ১৫৬২ টি।

অন্যদিকে, সবচেয়ে কম ভোটারের আসন হচ্ছে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)। এই আসনে ভোটার ৩ লাখ ৩১ হাজার ৭৭৯ জন। ভোটকেন্দ্র ১১৭ টি ও বুথ ৭৪১ টি। গতবার এই আসনে ভোটার ছিল ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। এবার নারায়ণগঞ্জ-২ আসনে ভোটার বেড়েছে ৪৭ হাজার ৭৯৮ জন।

এছাড়া নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ১২ জন। গতবার এই আসনে ভোটার ছিল ৩ লাখ ৪৯ হাজার ৭৯০ জন। ভোটকেন্দ্র ১২৮ টি ও বুথ ৮১৭ টি। এবার ভোটার বেড়েছে ৩৬ হাজার ২২২ জন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে এবার ভোটার হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৭২০ জন। ভোটকেন্দ্র ১৩১ টি ও বুথ ৭৭১ টি। গতবার ভোটার ছিল ৩ লাখ ৩ হাজার ৮৩৭ জন। ভোটার বেড়েছে ৪০ হাজার ৮৩১ জন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ২৯৯ জন। ভোটকেন্দ্র ১৭৫টি ও বুথ ১০৯২ টি। গতবার ভোটার ছিল ৪ লাখ ৪৫ হাজার ৬১৬ জন। এবার এই আসনে ভোটার বেড়েছে ৫০ হাজার ৬৮৩ জন।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রমতে, দ্বাদশ পাঁচটি সংসদীয় আসনে নতুন ভোটার বেড়েছে ২ লাখ ৩৭ হাজার৬৯ জন। ভোট কেন্দ্র বেড়েছে ৭৮২টি। নতুন ভোটারদের মধ্যে পুরুষ ১ লাখ

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন