ডার্ক মোড
Tuesday, 01 April 2025
ePaper   
Logo
দোহারের পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মনিরের লাশ উদ্ধার

দোহারের পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মনিরের লাশ উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলার পদ্মানদীতে ৬৩টি গরু সহ ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মামা-ভাগিনা'র মধ্যে মামা মনিরের লাশ উদ্ধার করেছে কুতুবপুর ফাড়িরর নৌ- পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় লাশটি উদ্ধার করেন দোহার নৌ-পুলিশ ও সাইনপুকুর তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা। এ ঘটনায় মনিরের ভাগ্নে সিয়াম এখনো নিখোঁজ রয়েছে।

জানা যায়, উপজেলার পদ্মানদীর মুকসুদপুর পয়েন্টে নদীর তীরে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা দোহার থানা ও কুতুবপুর নৌ-পুলিশকে সংবাদ জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্বার করে থানায় নিয়ে যায়।

লাশটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মনিরের বলে শনাক্ত করেছেন তার পরিবারের সদস্যরা। নিহত মনির মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাগড়া ইউনিয়নের জাহানাবাজ গ্রামের মোতালেব মাদবরের ছেলে।নিহত মনিরের স্ত্রী আছে।সে নি:সন্তান।

এ বিষয়ে দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন