ডার্ক মোড
Sunday, 14 September 2025
ePaper   
Logo
দেবহাটায় আওয়ামী লীগ নেতার ছেলেসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার, বাড়িতে মিললো ইয়াবা, অস্ত্র ও মদ

দেবহাটায় আওয়ামী লীগ নেতার ছেলেসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার, বাড়িতে মিললো ইয়াবা, অস্ত্র ও মদ

সাতক্ষীরা প্রতিনিধি 
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন শাওন এবং ভারতীয় নাগরিক কামানুর গাজীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
আটককৃত দেলোয়ার হোসেন শাওন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতা ও দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আসাদুল হকের ছেলে। কামানুর গাজী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের করিম গাজীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১৬ জুন) রাত ৯টার দিকে কালীগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ দেলোয়ার হোসেন শাওনের কুলিয়া গ্রামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে ৭৯১ পিস ইয়াবা, ১৬ ইঞ্চি লম্বা বাটের একটি পাইপ গান, তিনটি দা, পাঁচটি মদের বোতল, নগদ টাকা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রাতেই তাদরকে দেবহাটা থানায় সোপর্দ করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বাদি হয়ে মাদক আইনের ৩৬ (ক) ও ১০ (ক) ধারা ও ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় শাওন ও কামানুরের নাম উল্লেখ করে মঙ্গলবার (১৭ জুন) থানায় একটি মামলা দায়ের করেছেন। তাদেরকে মঙ্গলবার (১৭ জুন'২৫) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন