ডার্ক মোড
Tuesday, 18 March 2025
ePaper   
Logo
দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

রোববার(১৭ মার্চ) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) 'সাবরিনা শারমিন' এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সর্বসম্মতিক্রমে বিশেষ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার জান্নাতুন ফেরদৌস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাসুক ই মোহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামানসহ ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক, অন্যান্য দপ্তরের কর্মকর্তাগন, গণমাধ্যমকর্মী, উপজেলা বিএনপির সদস্য সচিব জোবায়েদ হোসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম উদ্দিন, পৌর আমীর মাওলানা নুর আলম, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের নেতা পারভেজ মনি প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত হলো, ২৫ মার্চ রাতে ব্লাক আউট কর্মসূচি পালন, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, থানা পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের লাল গালিচা সংবর্ধনা ও বিশেষ উপহার প্রদান, আলোচনা, কবিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন