
তারাগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা মডেল মসজিদ হলরুমে আদর্শ শিক্ষক ফেডারেশনের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি এস এম জিকরুল ইসলাম জাহেদী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ রুবেল রানা, উপজেলা নির্বাহী অফিসার, তারাগঞ্জ -রংপুর, মোঃ আব্দুল গনি, সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রংপুর ও ফেডারেশনের উপদেষ্টা জনাব মোঃ আলমগীর হোসেন।
উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোঃ আমিনুল ইসলাম এবং পরিষদের অন্যন্য নেতৃবৃন্দ সহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। বক্তাগন রমজানের গুরুত্ব ও আদর্শ শিক্ষকের আদর্শিক কাজগুলো নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ বুলবুল হোসেন।