ডার্ক মোড
Monday, 10 March 2025
ePaper   
Logo
ঢাবিকে ‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’ শীর্ষক গ্রন্থ উপহার

ঢাবিকে ‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’ শীর্ষক গ্রন্থ উপহার

ঢাবি প্রতিনিধি

সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, ছবি, বিশ্লেষণ, মন্তব্য, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় এবং বিভিন্ন সংস্থার রিপোর্ট নিয়ে সম্পাদিত ‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’ শীর্ষক গ্রন্থটি ১০ মার্চ ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপহার দেয়া হয়েছে। উপাচার্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে ৫খন্ডের এই গ্রন্থ হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গ্রন্থের মুখবন্ধ রচয়িতা অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও গ্রন্থের ভূমিকা রচয়িতা অধ্যাপক তাহমিনা আখতার, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, ভারপ্রাপ্ত প্রেস ম্যানেজার ও গ্রন্থের সম্পাদক এস এম বিপাশ আনোয়ার এবং গ্রন্থের প্রকাশক নার্গিস সুলতানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘জুলাই বিপ্লবের রক্তাক্ত দলিল’ গ্রন্থ মূলত একটি পেপার ডকুমেন্টারি। বিশিষ্ট সাংবাদিক ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল গ্রন্থটি সম্পাদনায় সার্বিক তত্ত্বাবধান করেন। গ্রন্থের গবেষণা সম্পাদক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। ৫খন্ড বিশিষ্ট এই গ্রন্থের ১১টি অধ্যায়ে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত ১৩শ’র বেশি ঘটনা, সংবাদ ও গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রামাণ্য গ্রন্থ হিসেবে সংকলনটি এই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে বলে আশা করা যাচ্ছে। প্রকাশনা সংস্থা টিএ্যান্ডটি পাবলিশার্স এ্যান্ড প্রিন্টিং গ্রন্থটি প্রকাশ করেছে।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গ্রন্থটি সম্পাদনার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি গ্রন্থের সফলতা কামনা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন