ডার্ক মোড
Friday, 01 November 2024
ePaper   
Logo
ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ

ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টার সময় জাতীয় কর্মসূচির আলোকে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়, র‌্যালী শেষে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা ও দুপুরে উপজেলা পরিষদের পুকুরে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ ঊদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হোসাইন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস, উপজলা মৎস্য সম্প্রসারণ অফিসার সত্যজিৎ সানা, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন