ডার্ক মোড
Thursday, 15 May 2025
ePaper   
Logo
জেলা পুলিশের সংবাদ সন্মেলন   মুন্সীগঞ্জে ফার্মে দুই জনকে আহত করে গরু চুরির ঘটনায় গ্রেপ্তার ২ ॥ ১০ লাখ টাকা মূল্যের ৩টি গরু উদ্ধার

জেলা পুলিশের সংবাদ সন্মেলন মুন্সীগঞ্জে ফার্মে দুই জনকে আহত করে গরু চুরির ঘটনায় গ্রেপ্তার ২ ॥ ১০ লাখ টাকা মূল্যের ৩টি গরু উদ্ধার

 

মুন্সীগঞ্জ(দক্ষিন) প্রতিনিধি

সদরের চর কেওয়ার ইউনিয়নের হামিদপুর এলাকার আদর্শ ডেইরী ফার্ম থেকে ডাকাতি হওয়া দশ লাখ টাকা মূল্যের ৩টি গাভী গরু নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির।

তিনি জানান, ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর মো. ইয়াসিন আহমেদ (পিপিএম) এই অভিযানের নেতৃত্বে ছিলেন।

এ বিষয়ে ইয়াসিন আহমেদ জানান, গত ৩মে রাত সাড়ে ৩টা থেকে ৫টার মধ্যে হামিদপুর এলাকার কালাচানের (৫০) আদর্শ ডেইরী ফার্মে ডাকাতি হয়। ফার্মটিতে বিদেশী জাতের ছোট বড় মিলিয়ে সর্বমোট ৪৭ টি গরু ছিল। ডেইরী ফার্মে দুইজন কাজের লোক ছিল এবং তারা রাতে ফার্মের ভেতরে ঘুমাতেন। ঘটনার দিন অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি তাদের হাতে থাকা রামাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ফার্মের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ফার্মে থাকা দুইজন কর্মচারী বিল্লাল (৪২) ও তানু (৪৫) ঘুমিয়ে থাকলে ওই ব্যক্তিরা ঘুমন্ত অবস্থায় তাদেরকে এলোপাথারি মারধর করে নিলাফুলা জখম করে। এসময় কর্মচারী তানু চিৎকার করলে ডাকাতদলের একজন তার হাতে থাকা রাম দায়ের উল্টো পাশ দিয়ে মাথার বাম পাশে আঘাত করে নীলাফোলা জখম করে। ডাকাতরা ওই কর্মচারীরে মেরে ফেলার ভয় দেখিয়ে হাত, পা ও মুখ বেধে ফার্মের চৌকিতে ফেলে রাখে এবং তাদের উপর কম্বল দিয়ে ঢেকে দেয়। এরপর ওই ডাকাতরা ফার্মে থাকা হলেস্টাইন জাতের ৩টি সাদা রংয়ের বড় গাভী গরু যার বর্তমান বাজার মূল্য আনুমানিক দশ লাখ টাকা এবং কর্মচারী বিল্লাল এর ব্যবহৃত বাটন মোবাইল ফোন নিয়ে চলে যায়।

এ ঘটনায় ১৩ মে বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কালাচান।

পরে বুধবার ঘটনায় জড়িত লিটন (৩২) এবং গরু ক্রয় বিক্রয় চক্রের সাথে জড়িত শাহাজালালকে (৫২) কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে লিটন ঘটনায় জড়িত অন্যান্য আসামীরে নাম ঠিকানা প্রকাশ করে এবং কোন জায়গায় লুট করা গরু বিক্রি করেছে তা জানালে সেই তথ্য মতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মিরেরট্যাক কলতাপাড়া এলাকার লোকমান বেপারীর ফার্ম থেকে তিনটি গরু উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত বাকিরে গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন