ডার্ক মোড
Tuesday, 07 October 2025
ePaper   
Logo
জাল পেতে উদ্ধার হলো বৃদ্ধের লাশ

জাল পেতে উদ্ধার হলো বৃদ্ধের লাশ


নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেরা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (৪ অক্টোবর) সকালে জেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল ১২ নম্বর স্লুইচ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক (৮০)  উপজেলার গাংচিল এলাকার মৃত রুস্তম আলীর ছেলে ।  

স্থানীয়রা জানায়, আব্দুল মালেক ছোটবেলা থেকে থেকে সাঁতার জানেন না। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গরুর ঘাস কাটতে নিজ বাড়ি সংলগ্ন গাংচিল খালে যান। পরবর্তীতে জুম্মা নামাজের সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্বজনেরা গাংচিল খাল ও ছোট ফেনী নদী সংলগ্ন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এরপরও আব্দুল মালেকের কোনো খোঁজ না পাওয়ায় তিনি জোয়ারের পানিতে ডুবে গেছেন ধারণা করে স্থানীয়রা গাংচিল ১২ নং স্লুইচগেটে জাল পাতেন। পরবর্তীতে ভাটার সময়ে শনিবার ভোররাতের দিকে আব্দুল মালেকের লাশ স্লুইচগেটে পাতানো জালে আটকা পড়ে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন