ডার্ক মোড
Saturday, 22 March 2025
ePaper   
Logo
চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরেো

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) রাতে জিইসি কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম এবং নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এর মধ্যে শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের অনুসারী এবং তুহিন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী বলে জানা গেছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ব্যানার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ জমা দেয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন