ডার্ক মোড
Sunday, 09 March 2025
ePaper   
Logo
গার্ড অব অনারের মাধ্যমে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জানাজা সম্পন্ন

গার্ড অব অনারের মাধ্যমে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জানাজা সম্পন্ন

আব্দুল্লাহ আল মাসুদ, পীরগাছা, রংপুর

রংপুরের পীরগাছা বাজারের প্রবীণ কাপড় ব্যবসায়ী ও বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের (৭৪) দাফনকার্য্য সম্পন্য হয়েছে।শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে পীরগাছার পশ্চিমদেবু বাজার সংলগ্ন ড. তৈয়ব হোসেন স্টেডিয়ামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল হক সুমনের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উক্ত জানাজায় অন্যানের মধ্যে পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফছার আলী, পীরগাছা থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, পীরগাছা বাজার দোকান-মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, পীরগাছা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা
উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ওয়াজেদ আলী সরকার ও সিরাজুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম একাধারে পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতি ও পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার বেলা ২টা ৪৫ মিনিটে তিনি তার নিজবাড়ি পশ্চিমদেবু গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, দীর্ঘদিনের সহযোদ্ধা, ব্যবসায়ী ও শুভাকাঙ্খীরা গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন