ডার্ক মোড
Friday, 01 November 2024
ePaper   
Logo
গাজীপুরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

গাজীপুরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০২৩-২৪ অর্থবছরে ‘সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপ’-এর কোর্স সমাপনী কুচকাওয়াজ (২৫ ফেব্রুয়ারি, ২০২৪) রবিবার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন, বিএএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মোঃ নূরুল হাসান ফরিদী, উপমহাপরিচালকবৃন্দ ও বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, আনসার-ভিডিপি সসদ্যবৃন্দ।

ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সকাল ৯:০০ ঘটিকায় কুচকাওয়াজ শুরু হয়। অশ্বারোহী দলের নিরাপত্তা বেষ্টনীতে মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে আগমন করেন প্রধান অতিথি। লাল গালিচায় মোড়ানো সুসজ্জিত খোলা সবুজ জিপ-এ তিনি প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরে প্যারেড কমান্ডার উপপরিচালক মোঃ সেফাউল হোসেন এর নেতৃত্বে প্যারেড ৬ (ছয়) সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।

নিজ নিজ ধর্মগ্রন্থের দিকে হাত তুলে দৃঢ় মনোবলে বাংলাদেশের সংবিধানের প্রতি অটল থেকে দেশ ও দেশের মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা। তাদের মধ্যে হতে শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। মোট ৭৯৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মোঃ ইকবাল হোসেন, ফায়ারিং-এ সেরা মোঃ আবু নাঈম সোহান, আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন মোঃ নোমান বকাউল।

সাধারণ আনসার সদস্যরা প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হয়ে বিমান বন্দর, সমুদ্র বন্দর, ইপিজেড, মেট্রোরেল, হাসপাতাল, পাঁচ তারকা হোটেল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে থাকে। বর্তমানে সারাদেশে ৫ হাজারের অধিক প্রতিষ্ঠানে সাধারণ আনসার সদস্যরা অঙ্গীভূত হয়ে দেশের জননিরাপত্তায় অবদান রাখছেন।

এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন, বিভিন্ন ধর্মীয় উৎসব, বর্ষবরণ, শপিং মল, বাণিজ্য মেলা ও বই মেলা, রেল স্টেশন, ট্রাফিক কন্ট্রোল, বিশেষায়িত হাসপাতালসহ প্রভৃতি ক্ষেত্রে সাধারণ আনসার সদস্যরা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২০২৩-২৪ সালে "অপারেশন সুরক্ষিত যাতায়াত" পরিচালনা করে সড়ক, নৌ ও রেলপথে জনসাধারণ এর যাতায়াত নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। বিশেষ করে, ঘন কুয়াশা ও কনকনে শীতের মধ্যে রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দিন রাত কাজ করেছে। এতে সাধারণ আনসার সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আনসার সদস্যরা ভোটকেন্দ্র, নির্বাচনী সামগ্রী ও ভোটারদের নিরাপত্তা রক্ষায় কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন