ডার্ক মোড
Saturday, 13 September 2025
ePaper   
Logo
গাজীপুরে তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাজীপুরে তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

জয়দেবপুর-শিববাড়ী আঞ্চলিক সড়কে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে কলেজসংলগ্ন জয়দেবপুর-শিববাড়ী আঞ্চলিক সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট করছে আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী তিন নার্সিং ইনস্ট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মোখলেছুর রহমান। তাদের দ্রুত বদলির দাবি জানান তারা। পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার দাবিও উত্থাপন করেন।

পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি দেন। এর আগে রাজবাড়ি-শিববাড়ী সড়কেও তারা ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

অবরোধ চলাকালে সমাবেশে বক্তব্য দেন কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান চয়ন, রাফিউল আলম সরকার, মোসা. শারমিন আক্তার, লুৎফুন্নাহার লিজা, তুহিন মোর্শেদ, ফারিহা আলম, মো. হৃদয় খান প্রমুখ

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন