ডার্ক মোড
Friday, 01 November 2024
ePaper   
Logo
কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীর ফেস্টুন ছেঁড়ায় যুবক গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীর ফেস্টুন ছেঁড়ায় যুবক গ্রেপ্তার

সিলেট ব্যুরো

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেস্টুন ছেঁড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম আল আমিন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সিলভাঙা গ্রামের আরজু মিয়ার ছেলে।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার সিলভাঙা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের উদ্বোধন উপলক্ষে মহাসড়কের বিভিন্ন জায়গায় সিলেটের সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়।

কোম্পানীগঞ্জ উপজেলার লাছুখাল নামকস্থানের দুটি সেতুতে থাকা সেই ফেস্টুনগুলো থেকে প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। পরবর্তীতে এ ঘটনার প্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন সওজ’র এক কর্মকর্তা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ফেস্টুন ছেঁড়ার ঘটনায় আল আমিন নামে এক যুবককে সওজ’র দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন