
কাউখালী উপজেলা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাউখালী উপজেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা, ইফতার ওবদোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৫ মার্চ) বিকালে স্থানীয় ইকো পার্কে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী এই আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ কামরুজ্জামান তুষার, যুগ্ন-আহবায়ক মোঃ রিয়াজ সরদার, উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ।
আলোচনা সভায় বক্তারা বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল গঠন করেছিলেন একটি মানবিক যুব সংগঠন হিসেবে। যুবদল নেতাকর্মীদের তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়তে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
আগামী নিবার্চন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধিপত্যবাদী শক্তির দোসর ফ্যাসিস্ট আওয়ামীলীগ এখনোও যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যুবদলের সকলে ঐক্যবদ্ধভাবে এ যড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দল অনেক বেশী শক্তিশালী হয়েছে। সকল যড়যন্ত্র ছিন্ন করে এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ছাত্র-জনতার সফল অভ্যুত্থান চুড়ান্ত বিজয় অর্জিত হবে যেদিন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শারিফুল আজম সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান নিক্সন, জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ সালমান জাকির, মোঃ তানজিদ শাওন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ইফতারের আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।