
আটককত চাঁদাবাজদর ছাড়িয় নিত অতিরিক্ত পুলিশ সুপারর ওপর হামলা
স্টাফ রিপার্টার, নরসিংদী
পুলিশর হাত আটক চাঁদাবাজদর সহযাগীদর হামলায় অতিরিক্ত পুলিশ সুপার আনায়ার হাসন গুরুতর আহত হয়ছন। নরসিংদী শহর ব্যাটারীচালিত অটারিকশাসহ অন্যান্য যানবাহনর চালকদর কাছ থক চাঁদা আদায়র সময় হাতনাত আটক করা দুই চাঁদাবাজক ছিনিয় নিত এই হামলার ঘটনা ঘট। শনিবার সকাল ১১টার দিক নরসিংদী পর শহরর আরশিনগর মাড় এই ঘটনা ঘট।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানা যায়, সকাল ৯টার দিক আনায়ার হাসনর (সদর সার্কল) নতত্ব একটি টিম সদর উপজলার পুরানপাড়া এলাকায় একনারীর মরদহ উদ্ধারর ঘটনায় পরিদর্শন যান। সখান থক ফরার পথ শহরর আরশীনগর মাড় সড়কর মাঝখান থক কয়কজন ব্যক্তি যানবাহনর চালকদর কাছ থক জারপূর্বক চাঁদা আদায়র সময় তিনি ও তার সঙ্গীয় ফার্স দুই চাঁদাবাজক হাতনাত আটক কর। আটককত চাঁদাবাজদর ছাড়িয় নিত ৩০/৪০ জন স¿াসী এস অতিরিক্ত পুলিশ সুপারক হুমকি দিত থাক। এত পুলিশ সুপার তাদর ছাড়ত নারাজ হল বিনা উ®ানীতই তারা পুলিশ সুপারর উপর হামলা চালায় এবং কিল, ঘুষি ও লাথি মারত থাক। এক পর্যায় তিনি মাটিত পর গুরুতর আহত হন। এসময় স¿াসীরা দুই চাঁদাবাজক ছিনিয় নিয় যায়। পর গুরুতর আহত অব¯ায় ¯ানীয় লাকজনর সহযাগিতায় সঙ্গীয় পুলিশ সদস্যরা অতিরিক্ত পুলিশ সুপারক উদ্ধার কর নরসিংদী সদর হাসপাতাল নিয় যান। সখান প্রাথমিক চিকিৎসা দিয় উনত চিকিৎসার জন্য ঢাকায় প্ররণ করা হয়।
নরসিংদী সদর হাসপাতালর আরএমও ডা. ফরিদা গুলশানা কবির বলন, আনায়ার হাসনর ঘাড় ও পায় আঘাতজনিত রক্ত জমাট বঁধছ। তিনি মারাত্মকভাব আহত হয়ছন। প্রয়াজনীয় প্রাথমিক চিকিৎসা শষ তাক উনত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতাল রফার করা হয়ছ।
অতিরিক্ত পুলিশ সুপার আনায়ার হাসন বলন, আরশিনগর এলাকায় কয়কজন চাঁদাবাজ চলÍ যানবাহন থক জারপূর্বক চাঁদা তুলছ। এসময় আমি দুই জনক হাতহাত আটক কর তাদর জিজ্ঞাসা করত থাকাব¯ায় মুহূর্তর মধ্য ৩০—৪০ জনর একদল স¿াসী আমার ওপর হামলা চালায়। তাদর হামলায় আমি মাটিত পড় গল তারা কিল, ঘুষি ও লাথি মারত থাক। পর আমার সঙ্গীয় ফার্সসহ ¯ানীয় লাকজন আমাক উদ্ধার কর নরসিংদী সদর হাসপাতাল নিয় যায়।
এব্যাপার নরসিংদীর নবাগত পুলিশ সুপার মনহাজুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাঃ কলিমুল্লাহ এর মাবাইল ফান বার বার যাগাযাগ করার চষ্টা করলও ফান রিসিভ করননি।
উল্লখ্য, গত কয়কদিন পূর্ব নরসিংদী সড়ক চাঁদাবাজি বন্ধ জিরাটলারন্স ঘাষণা করন অতিরিক্ত পুলিশ সুপার আনায়ার হাসন এবং নিজর ব্যক্তিগত ফসবুক অ্যাকাউট স্ট্যাটাস দন। একই সঙ্গ তার ওপর যকানা সময় হামলার আশঙ্কার কথাও ওই পাস্ট উল্লখ করন।