অবশেষে বক্তাবলীর আলোচিত সেই রশিদ মেম্বার গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আলোচিত সমালোচিত রশিদ মেম্বারকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি টিম। রশিদ মেম্বার গ্রেপ্তার হওয়ার সংবাদে এলাকাবাসীর মধ্যে উল্লাস দেখা দিয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলা সহ চাঁদাবাজি, হত্যাসহ ১৬ টি রয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকালে চট্টগ্রামের সীতাকুন্ড থানার ফৌজদারহাট বাইপাস মোড় এলাকায় র্যাব-১১ ও র্যাব-৭ যৌথ অভিযানে রশীদ মেম্বারকে আটক করা হয়। পরে তাকে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করলে গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ছাত্র-জনতা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে ফতুল্লা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রশিদ মেম্বার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার ও পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম রশিদ মেম্বার গ্রেপ্তার হওয়ার বিষয় সত্যতা নিশ্চিত করে জানান, রশিদ মেম্বারকে র্যাব আটক করে আমাদের থানায় হস্তান্তর করে গেছে। রশিদ মেম্বারের বিরুদ্ধে মামলা রয়েছে। একটি মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।
এদিকে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর রশিদ একজন সাধারণ মেম্বার হয়ে নিজেকে বিএনপি নেতা দাবি করে বিশাল এক সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় দখলবাজি থেকে শুরু করে চাঁদাবাজি। এছাড়া তার বিরুদ্ধে লুটপাট সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
হাসিনা সরকারের পতনের পর শওকত আলী চেয়ারম্যান এর ব্যবসা প্রতিষ্ঠান দখল, সাইফউল্লাহ বাদলের মার্কেট দখল, সাইদুরের মাছের খামার, বক্তাবলী ফেরি ঘাট সহ পূর্ব গোপালনগর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে লুটপাট সহ গরু লুট করে নিয়ে যায়। অনেকের দোকান পাট বন্ধ করে দেয়। এছাড়াও বক্তাবলী ইটভাটার মালিকদের কাছ থেকে চাঁদাবাজি সহ ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
পুলিশের দায়িত্ব অবহেলায় বন্দরে নাইটগার্ড হত্যাকান্ড গ্যারেজ মালিক আক্তার ৭ দিনের রিমান্ডে
অটো চুরির ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশের দায়িত্ব অবহেলায় নারায়ণগন্জ জেলার বন্দর উপজেলার জহরপুর এলাকায় গ্যারেজ মালিকের নির্মম নির্যাতনে নাইটগার্ড সিরাজুল ইসলাম (৬৫) হত্যা মামলার প্রধান আসামি গ্যারেজ মালিক আক্তার হোসেন (৫০)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গত সোমবার রাতে হরিবাড়ি জহরপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতকে ওই রাতে বন্দর থানায় সোর্পদ করে র্যাব-১১।
গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত আসামি আক্তারকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে অটো চুরির ঘটনা ঘটিয়েছে একটি সংঘবদ্ধ চোরের দল। শুক্রবার সকাল থেকে গ্যারেজ মালিক আক্তার ও তার লোকজন নাইটগার্ড সিরাজুল ইসলামের উপর নির্যাতন চালালে শনিবার রাতে মৃত্যু হলে রোববার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে শিল্প আক্তার বাদী হয়ে গ্যারেজ মালিক আক্তার হোসেনকে প্রধান আসামি করে আরো ৪ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত গ্যারেজ মালিক আক্তার, মুছাপুর হড়িবাড়ি জহরপুর এলাকার আলী আকবর মিয়ার ছেলে। গ্যারেজ মালিক আক্তার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজারে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিষ্কার পরিছন্নতা অভিযান
নারায়ণগন্জ জেলার আড়াইহাজার উপজেলায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিষ্কার —পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের আশেপাশে সহকারী কমিশনার ভুমি শাহনাজ পারভিন বীথি এই কর্মসূচীর উদ্ধোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, দারিদ্র বিমোচন কর্মকর্তা সামসুন্নাহার আকন্দ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমীন আরা খন্দকার, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। পরে সহকারী কমিশনার ভুমি এর কাযার্লয়ে বিশেষ পরিষ্কার —পরিছন্নতা অভিযানের উদ্ধোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি শাহনাজ বীথি।
আড়াইহাজার উপজেলা নিবার্হী অফিসার নাহিদুর রহমান জানান, জেলা প্রশাসনের সিন্ধান্ত পুরো জেলায় এক দিনে এই অভিযান চালানো হয়েছে। তাছাড়া ও প্রতি ১৫ দিন আমরা নিজ অফিস পরিষ্কার করব। এদিকে একই সময়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান পরিষ্কার পরিছন্নতা অভিযানের সূচনা করেন।