ডার্ক মোড
Friday, 22 November 2024
ePaper   
Logo
সুন্দরবনের মধু সংগ্রহে বাঘের আক্রমনে মোয়াল নিহত

সুন্দরবনের মধু সংগ্রহে বাঘের আক্রমনে মোয়াল নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় এক মৌয়ালকে বাঘে ধরে নিয়ে গেছে বলে ফিরে এসে জানিয়েছেন সাথী মৌয়ালরা। শনিবার (২২ এপ্রিল) ভোররাতে উপকূলে ফিরেছে এসব বনজীবীরা।

নিহত মৌয়াল মন্টু গাজী (৫২) গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সাবুদ আলী গাজীর ছেলে।

মৌয়াল রুহুল আমিন জানান, সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগ থেকে অনুমতি নিয়ে ১ এপ্রিল সুন্দরবনে যায় আমরা। দুই নৌকায় ২০ জন ছিলাম। এরপর আমরা সুন্দরবনের ভারতীয় অংশে প্রবেশ করি। ১৬ এপ্রিল ভারতীয় বিএসএফ আমাদের দু’টি নৌকা নিয়ে ছেড়ে দেয়। গাছ দিয়ে ভেলা তৈরি করে নদী পার হয়ে আমরা দুই দিন পর বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করি।

তিনি বলেন, আমরা খুব ক্লান্ত ছিলাম। গত ১৯ এপ্রিল রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় সবাই একসাথে ঘুমিয়ে যায়। আকস্মিক বাঘের গর্জন শুনে ঘুম ভেঙে যায়। তখন বাঘের পায়ের ছাপ, রক্ত দেখা যায় তবে মন্টু গাজীকে খুঁজে পায়নি। মন্টুকে বাঘে ধরে নিয়ে গেছে তবে আমাদের কাছে যেহেতু নৌকা নেই সে কারণে মরদেহ খুঁজে ফিরিয়ে আনার চেষ্টা করিনি।

গাবুরা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমান জানান, ১৯ জন মৌয়াল বাড়িতে ফিরেছেন তবে একজন আসেননি। ফিরে আসা জেলেরা জানিয়েছে, সুন্দরবনের তালপট্টি এলাকায় মন্টু গাজীকে বাঘ ধরে নিয়ে গেছে।

ঘটনার বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসেন চৌধুরী বলেন , আমরা মৌখিকভাবে এরকম একটি ঘটনার কথা শুনেছি যিনি মারা গেছেন তিনি সম্ভবত পাশ নিয়ে যাননি এছাড়া দক্ষিণ তালপট্টি এলাকায় যাওয়ার জন্য আমাদের কোন অনুমতি নাই এটা একটি অভয়ারণ্য এলাকা।

বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ বন বিভাগকে কিছু জানায়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন