গভীর রাতে কাউখালীতে তাঁতি দলের নেতাদের উপর সন্ত্রাসী হামলা
কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি
গত ১৫ ডিসেম্বর গভীররাতে সন্ত্রাসী হামলার শিকার হন তাঁতীদল কাউখালী উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন। সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল, ও কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাহজালাল মোল্লা রাজু, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তারা।
হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কাউখালী উপজেলা শাখা (রাঙ্গামাটি) মঙ্গলবার(১৭ই ডিসেম্বর২০২৪) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বা র,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারামিয়া, এসময় প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস,শ্রমিকদল, কৃষক দল, ওলামা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কাউখালী উপজেলা তাঁতীদল এর সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ। সমাবেশে নেতাদের বক্তব্য উপস্থাপন করেন এবং এই নেককার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।