ডার্ক মোড
Tuesday, 24 December 2024
ePaper   
Logo
লাকসাম পৌরসভার প্রশাসক ইউএনও কাউছার হামিদ

লাকসাম পৌরসভার প্রশাসক ইউএনও কাউছার হামিদ

মশিউর রহমান সেলিম, লাকসাম (কুমিল্লা)

কুমিল্লার ঐতিহ্যবাহী লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে সোমবার সকালে যোগদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর দেশের সকল পৌরসভার মতো লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়েরকে অপসারণ করা হয়।

এরপর ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগ, কুমিল্লার উপ-পরিচালক এস. এম গোলাম কিবরিয়াকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। সর্বশেষ ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও কাউছার হামিদকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সূত্রটি আরও জানায়, সোমবার দুপুরে পৌর মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পৌর প্রশাসক কাউছার হামিদ পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব বুঝে নেন। এসময় পৌর প্রকৌশলী মোঃ জাকির হোসেন, প্রকৌশলী রিতেশ চন্দ্র পোদ্দার, প্রধান হিসাব রক্ষক আখতার হোসেন, সার্ভেয়ার শিশির আচার্য্য, সহকারী হিসাব রক্ষক আবুল খায়ের, রাজনৈতিক-সামাজিক সহ পৌরসভার সকল সেক্টরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ইউএনও কাউছার হামিদ পৌরসভার সার্বিক কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনায় পৌর নাগরিক, কর্মকর্তা-কর্মচারী ও লাকসামে কর্মরত সাংবাদিক সহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন