ডার্ক মোড
Tuesday, 24 December 2024
ePaper   
Logo
দেবের ‘শিরায় শিরায় রক্ত’ স্লোগানকে কটাক্ষ করে তোপের মুখে ঋত্বিক

দেবের ‘শিরায় শিরায় রক্ত’ স্লোগানকে কটাক্ষ করে তোপের মুখে ঋত্বিক

বিনোদন ডেস্ক

একটি ফেসবুক পোস্ট, তা নিয়েই যত কাণ্ড। ‘শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!’, এমন কথাই ফেসবুকে লেখেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তাতেই তুলকালাম কাণ্ড।

দেব-ভক্তদের রোষানলে ‘সন্তান’ ছবির অভিনেতা। সত্যিই কি ‘দেবের নিন্দা’ করেছেন ঋত্বিক? ভারতীয় সংবাদমাধ্যমকে দিয়েছেন সেই প্রশ্নের জবাব।

নিজের পোস্ট নিয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে ঋত্বিক জানিয়েছেন, তার পোস্টে অনেকেই ‘খাদান’, ‘দেবের নিন্দা’ ও তার ঈর্ষা দেখতে পেয়েছেন।

অভিনেতার দাবি, পুরো বিষয়টা খানিকটা কাল্পনিক। কারণ তার পোস্ট ভালো করে পড়লে দেখা যাবে, সিনেমার ব্যবসা নিয়ে মন্তব্য করা নেটিজেন ও ট্রোলারদের ব্যঙ্গ করেই পোস্টটি করা হয়েছে। সেই সঙ্গে ২০ তারিখে মুক্তি পাওয়া চারটি ছবি দেখার কথাও বলা হয়েছে।

নিজের পোস্টের সম্পর্কে ঋত্বিক বলেন, আমি ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা। কাউকে ব্যঙ্গ করতে বলিনি।

অভিনেতা বলেন, এক ধরনের ‘জঙ্গি দর্শক’ চাইছে সারাক্ষণ এ বনাম ওর যুদ্ধ চলতে থাকুক। অন্যের ছবি ধ্বংস হোক। এতেই তার আপত্তি।

রোববার বিকেলে আবার অভিনেতা ফেসবুকে লেখেন, ‘ভ্যানভ্যানে মাছি সুরেলা গাধা আর ফুটো কড়ির ট্রোলারদের সরগমকে উপেক্ষা করতে ফেসবুক তার উপভোক্তাদের দিচ্ছে ব্লক করার অপার স্বাধীনতা! ওপরের কথাটা একটা ফাঁদ! এবার কমেন্ট বক্সে ভ্যানভ্যানে সুরেলা আর ফুটো কড়ির সরগম শুরু হবে।’

পরোক্ষভাবে এই স্ট্যাটাস দিয়েও দেবভক্তদেরই খোঁচা দিয়েছেন গায়ক। এবার দেখা যাক দেবের অনুরাগীরা কি প্রতিক্রিয়া জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন