প্রসেনজিতের হাত থেকে পুরস্কার পেয়ে যা বললেন সৌমিতৃষা
বিনোদন ডেস্ক
ওপার বাংলার অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তিনি ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিক নাটকের মাধ্যমে কর্মজীবনে পদার্পণ করেন। পরবর্তীতে ‘মিঠাই’ ধারাবাহিকে মিঠাই ও মিঠি দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা এবং প্রশংসা অর্জন করেন।
পরিচালক অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ সিনেমায় ‘রুমি প্রধান’ এর চরিত্রে অভিনেতা দেবের বিপরীতে অভিনয়ে করে চলচ্চিত্রে পদার্পণ করেন। সম্প্রতি ওটিটিতে সৌমিতৃষা অভিনয়ের যাত্রা শুরু করেছেন।
এবার ‘বছরের বেস্ট ২০২৪’-এ বিনোদন জগৎ থেকে সেরার শিরোপা পেলেন সৌমীতৃষা কুন্ডু। প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দেন। পরনে কালো রঙের সিকুইনড্ পোশাক। টান টান করে বাঁধা চুল। এই সাজেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমীতৃষা।
অভিনেত্রীর উদ্দেশে সঞ্চালিকা পাওলি বলেন, ‘বুম্বাদার হাত থেকে পুরস্কার পাওয়া কিন্তু বড় ব্যাপার! শুনেছি, সৌমীতৃষা নাকি কেনাকাটা করতে খুব ভালোবাসেন। টানা একমাস যদি কেনাকাটা করতে না-পারেন তাহলে অসুবিধা হবে না?” কাঁপা গলায় সৌমীতৃষার উত্তর, “যদি অভিনয়ের মধ্যে থাকি, অসুবিধা হবে না।’
সৌমীতৃষার বলেন, ‘সত্যিই আমার গলা কেঁপে যাচ্ছে। এমন সম্মানে ভূষিত হলে, আমাদের দায়িত্ব অনেকটা বেড়ে যায়। আরও এগিয়ে যেতে হবে। ছোট্ট ছোট্ট পায়ে যাতে আরও এগোতে পারি, সেই আশীর্বাদ দেবেন।’
পুরস্কৃত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘উপস্থিত সকলকে আমার প্রণাম। এখানে যাদের আমি দেখছি, যারা পুরস্কার পাচ্ছেন, প্রত্যেকে খুব গুণী। তাদের প্রতিভার সামনে আমি অতি নগণ্য। আমি শুধু অভিনয়টুকু করতে পারি।’