প্রেমের টানে পাকিস্তান ছেড়ে বাংলাদেশে
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফেইসবুকে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাংলাদেশে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এক পাকিস্তানি নাগরিক।
সোমবার (২২ডিসেম্বর) উপজেলার বেলছড়ি ইউনিয়নের উওরপাড়ায় মেয়ের নিজ বাড়িতে বর্তমানে ঐ নব দম্পদি অবস্থান করছে।
পাকিস্তানের ঐ নাগরিক আলিম উদ্দিন (২৮) সে লাহোর শহরে বসবাসকারী জামিল উদ্দিনের ছেলে। সে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
জানা যায়, বেলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের উওর পাড়ার বাসিন্দা আবুল হোসেনের মেয়ে তাহমিনা আক্তার বৃষ্টি (২১) সে খাগড়াছড়ি সরকারি কলেজের ব্যবসায়ী শাখার তৃতীয় বর্ষের ছাত্রী। সে দীর্ঘ ৭মাস ধরে যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পাকিস্তানের লাহোরের বাসিন্দা আলিম উদ্দিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
একপর্যায়ে সুদুর পাকিস্তান থেকে প্রেমের টানে গত ১১ডিসেম্বর চট্টগ্রামে ছুটেন আসেন প্রেমিক আলিম উদ্দিন। পরে মেয়ের দেয়া ঠিকানা অনুযায়ী বেলছড়ি এলাকার মধ্যপাড়ায় মেয়ের বাবার বাড়িতে এসে উঠেন।
মেয়ের বাবা আবুল হোসেন জানান,প্রথমে আমার এ সম্পর্ক মেনে নিতে অপারগতা প্রকাশ করেছি। অন্য একটি দেশের নাগরিক বিধায়। কিন্তু তারা একের প্রতি অপরে যে টান অনুভব করতে পেরেছি।যেহেতু তারা উভয় প্রাপ্ত বয়স্ক,গত ১৯ ডিসেম্বর কোটে তারা বিবাহ করেন। ২২ ডিসেম্বর আমার নিজ বাড়িতে সামাজিক ভাবে ইসলামের বিধিবিধান অনুযায়ী দুজনের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন,তাই মেনে নিয়েছি।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো. তৌফিকুল ইসলাম বলেন,বিষয়টি শুনেছি, পাকিস্তানি নাগরিক প্রেম জনিত কারণে মাটিরাঙ্গায় এসেছেন। তার অন্য কোন উদ্দেশ্য রয়েছে কিনা সেজন্য আমরা তার উপর প্রতিনিয়ত নজর রাখছি।