ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড’র প্রচারণামূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড’র প্রচারণামূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুরে সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করে জেলা লিগ্যাল এইড অফিস।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বেগম রুখসানা খানম।

লিগ্যাল এইড অফিসার বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে রাষ্ট্রের কোনো নাগরিক যদি আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, তবে সংবিধানে বর্ণিত আইনের শাসন, সমতা, মানবাধিকার ও মৌলিক অধিকারের বিধান অর্থহীন হয়ে পড়বে। সেজন্যই গরিব, অসহায় ও নিঃস্ব মানুষ যেন আইনি প্রতিকার পেতে পারে ও মামলা পরিচালনার খরচ বিনামূল্যে পেতে পারে সেজন্যই রয়েছে আইনগত সহায়তা (লিগ্যাল এইড)।

তিনি আরো বলেন, বিনামূল্যে আইনি সেবা সম্পর্কে অনেকে সচেতন নয়। এসব মানুষের অধিকার লঙ্ঘিত হলে অথবা কোনো আইনী জটিলতায় পতিত হলে আর্থিক দৈন্যতা কিংবা সামাজিক প্রতিবন্ধকতা থাকার কারণে তারা আইন আদালতের আশ্রয় নিতে পারে না। এভাবে নানাবিধ আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা কিংবা দারিদ্রতা বা অপ্রাচুর্যের কারণে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষ ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।

এজন্য দেশের আপামর জনসাধারণের আইনি অধিকার নিশ্চিত করার সাথে সাথে তাদেরকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করতে হবে। ইউনিয়ন কমিটির উদ্দেশ্যে জেলা লিগ্যাল এইড অফিসার রুখসানা খানম বিনামূল্যে সরকারি আইন সহায়তা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য উদাত্ত আহবান জানান।

প্রচারণামূলক সভায় রানীহাটি ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (ইউপি চেয়ারম্যান) মোঃ রহমত আলী, লাইট হাউজ, দি ইউএসএআইডি আইন সহায়তা এক্টিভিটি প্রকল্পের জেলা কর্মকর্তা সালাহ উদ্দিন জুয়েলসহ ইউনিয়ন কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন