ডার্ক মোড
Wednesday, 18 December 2024
ePaper   
Logo
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মহান বিজয়ের মাসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির স্মরণে বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী টুর্নামেন্টটি উদ্বোধন করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য ড.অধ্যাপক সাজেদুল করিম, ট্রেজারার অধ্যাপক ড. ইসমাইল হোসেন,অধ্যাপক ড.আশরাফ উদ্দিন, অধ্যাপক ড.আশরাফ সিদ্দিকী, প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান। ক্রিকেট টুর্নামেন্টটি ৩ দিন ব্যাপী চলবে।

শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা ও পরিচালনায় দায়িত্ব পালন করেন লোক প্রশাসন বিভাগের ছাত্র ও শাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেন। এছাড়াও রয়েছেন মোহাম্মদ সোহাগ মিয়া, শাহপরান, আদনান মোহন, আরফান উদ্দিন, জুলফি,মারুফ বিল্লাহ, আফফান, মোস্তাকিন ইসলাম ও রাকিব মিয়া প্রমূখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন