ডার্ক মোড
Wednesday, 18 December 2024
ePaper   
Logo
বশেমুরবিপ্রবির পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ

বশেমুরবিপ্রবির পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ

পিরোজপুর প্রতিনিধি

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পিরোজপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শনিবার সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। র‍্যালীটি শহরের পুরাতন খেয়াঘাট সংলগ্ন শহীদ স্মৃতি বেদীতে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, রেজিস্ট্রার ড. অলক কুমার সাহা, প্রক্টর মো. মুছা খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন