ডার্ক মোড
Sunday, 04 May 2025
ePaper   
Logo
মৌলভীবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের স্বাস্থ্য কার্ড বিতরণ

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের স্বাস্থ্য কার্ড বিতরণ


মৌলভীবাজার প্রতিনিধি 

জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে বিনামূল্যে প্রথম ধাপে ১৬টি স্বাস্থ্যকার্ড বিতরণ করা হয়েছে।
রোববার ৪ মে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন মো: মামুনুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো: মাহবুবুর রহমান রাহেল, ছাত্র হাসানুল বান্না সজিব, অপু আলম,সালেহ আহমদ, শাহ জামাল সহ আরোও অনেকেই।
এসময় জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আন্দোলনে আহতরা যাতে নির্বিঘেœ উন্নত স্বাস্থ্যসেবা পায় সেজন্য সরকার তাদের জন্য স্বাস্থ্যকার্ডের ব্যবস্থা করেছে। যারা তালিকাভুক্ত হয়েছেন পর্যায়ক্রমে তাদেরও স্বাস্থ্য কার্ডও প্রদান করা হবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন