ডার্ক মোড
Saturday, 03 May 2025
ePaper   
Logo
নোয়াখালীতে বাকবিতন্ডায় মাথা ফাটালো ছাত্রদল নেতার

নোয়াখালীতে বাকবিতন্ডায় মাথা ফাটালো ছাত্রদল নেতার


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর সদর উপজেলায় এডিপির প্রকল্পের এইচবিবি সড়ক নির্মাণে বাকবিতন্ডায় এক ছাত্রদল নেতাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রদল নেতা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

হামলার শিকার ছাত্রদল নাম মিজানুর রহমান (৩১) তিনি উপজেলার কালাদরাপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সল্যাডগী এলাকার আবু জাকেরের ছেলে। শুক্রবার (২ মে) দুপুরের দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  ভুক্তভোগী ছাত্রদল নেতা অভিযোগ করে বলেন, উপজেলার পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এডিপির প্রকল্পের আওতায় ১১১মিটার এইচবিবি (হেরিং বোনবন্ড) ইট সলিং করণের কাজ করছেন তিনি। সড়ক ইট সলিং করা হলে আর পাকা হবেনা এমন অজুহাতে শুক্রবার সকালে কাজে বাধা দেয় স্থানীয় আবুল খায়ের নামে এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যান ছাত্রদল নেতা মিজানুর রহমান। সেখানে বাকবিতন্ডার একপর্যায়ে আবুল খায়ের, রিয়াজ, মেহরাজ, বেলাল, আজাদসহ আরো কয়েকজন অতর্কিত ভাবে তার ওপর হমলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।  অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আবুল খায়েরের মুঠোফোনে একাধিক কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

জানতে চাইলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম বলেন, খবর পেয়ে আহত ছাত্রদল নেতাকে হাসপাতালে দেখে এসেছি। তবে তার হামলার কারণ সেটি আমি পুরোপুরি জানিনা।  সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, ইটের মান ভালো নয়, এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন