ডার্ক মোড
Saturday, 03 May 2025
ePaper   
Logo
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

উজ্জ্বল রায়,নড়াইল 

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মীমকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১ মে) বিকালে বিকালে উপজেলার লক্ষ্মীপাশা ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।চঞ্চল শাহরিয়ার মীম (২৭) নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে। তিনি গত ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।জানা গেছে, গেল বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদাভাবে তিনটি মামলায় দাযের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতা-কর্মীরা। গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ৯ ডিসেম্বর আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা হয় লোহাগড়া থানায়।এ বিষয়ে ওসি মো. আশিকুর রহমান বলেন, ‘চঞ্চল শাহরিয়ারের নামে নড়াইল সদর থানা ও লোহাগড়া থানায় কোনো মামলা নেই, তবে অভিযুক্ত তিনি নাশকতার ঘটনায় অন্যতম সন্দেহভাজন আসামি।’

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন