
কাঠালিয়ায় বিএনপি নেতার মানববন্ধন
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন সাগরসহ আটজনের বিরুদ্ধে হয়রানীমুলক মিথ্যা মামলা
প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিার (৪ মে)সকাল ১০টায় উপজেলার চিংড়াখালী মিঞাজী দরবার শরীফের আয়োজনে ঐহিত্যবাহী চিংড়াখালী মিঞাজী দরবার শরীফের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা
বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও আবদুল জব্বার মিঞাজী ট্রাষ্টের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সাগর, মিঞাজী দরবার শরীফের সভাপতি মাওলানা মু.
মুনিরুজ্জামান মিঞাজী, চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.রুহুল আমিন প্রমূখ।বক্তরা বলেন, আওয়ামী লীগের দোসর শাহজাহান ওমরের একান্ত সহযোগী জুলাই হত্যা মামলার অন্যতম আসামী আবদুল জলিল মিঞাজী কর্তৃক আবদুল জব্বার মিঞাজী ট্রাষ্টের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারন মো. আনোয়ার হোসেন ও মিঞাজী দরবার শরীফের সভাপতি মাওলানা মু. মুনিরুজ্জামান মিঞাজী সহ দরবার শরীফের অন্যান্য কর্মকতার্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন সাগর ক্ষোভ প্রকাশ করে বলেন, মিঞাজী দরবার শরীফে কোন ভাংচুরের ঘটনা ঘটেনি। অথচ
অসৎ উদ্দেশ্যে শুধুমাত্র হয়রানী করার জন্য এ মিথ্যা মামলা দেন। তিনি এ মিথ্যা মামলার প্রতিবাদ জানান। থানার এজাহার সুত্রে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের বাসিন্দা ডা. মো. আবদুল জলিল মিঞাজী স্বপরিবারে ঢাকায় বসবাস করেন। গত ৩১ জানুয়ারী একই বাড়ীর আনোয়ার হোসেন সাগরের নেতৃত্বে ২০—
২৫ মিঞাজী দরবার শরীফে বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধন করে। এ ঘটনার তিন মাস গত ২৭ এপ্রিল আনোয়ার হোসেনসহ আটজনকে আসামী করে থানায়
মামলা হয়।পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বটতলা বাজার থেকে আনোয়ার হোসেন সাগরসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন আদালত থেকে তারা
জামিনে মুক্ত হয়।