ডার্ক মোড
Monday, 05 May 2025
ePaper   
Logo
ফরিদপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

ফরিদপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

 

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি


ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈদ্যুতিক সেচ পাম্পের লাইনের তারে জড়িয়ে তন্ময় খান (১০) নামের এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ রবিবার (৪ মে) দুপুরের দিকে পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তন্ময় খান নওয়াপাড়া গ্রামের মৃত লিটন খানের একমাত্র ছেলে।
এলাকা সূত্রে জানা যায়, তন্ময় খানের বাবা প্রায় দুই বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মারা যাওয়ার পরে স্ত্রী একমাত্র ছেলে তন্ময় খানকে নিয়ে কোনমতে সংসার চালিয়ে যাচ্ছিলেন। আজ রবিবার দুপুর পৌনে ৩টার দিকে বাইসাইকেল চালিয়ে নওয়াপাড়া গ্রামের বাদশা তালুকদারের মোটরচালিত সেচ পাম্পের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সার্ব অফিসের সহকারী জেনারেল ম্যানেজার
ফাহিম হোসেন বলেন, বাদশা তালুকদার সেচ সংযোগের লোড সাইডের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। ওই লাইনে কোনো গাফলতি আছে কিনা বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার মো. হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন