
বোয়ালখালীতে ৩দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালীতে ভূমি উন্নয়ন ও কর সচেতনতা বাড়াতে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই স্লোগান সামনে রেখে তিনদিনব্যাপী ২৫ ও ২৭ মে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালী করা হয়।
রোববার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ভূমি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ৷
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পম্পি বড়ুয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন- বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সার্ভেয়ার কাজল মিয়া, পৌর হিসাবরক্ষক মুজিবুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসিম উদ্দিন, রঞ্জন কুমার দেব, মেজবা উদ্দিন, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাজির আরফাত হোসেন, তানজিয়া সারোয়ার, গাজী মোঃ হোসেন, মোঃ নাজিম উদ্দিন, মোঃ মিনহাজ উদ্দিন, আরিফুল ইসলাম ও মোঃ আবদুল হাকিম। সাংবাদিক বিপ্লব দাস, মোঃ শাহেদ হোসেন ছোটন, মোঃ তাজুল ইসলাম মানিকসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসন, ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার রহমত উল্লাহ বলেন, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন