
গোপালগঞ্জ গণপূর্ত জোনে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গোলাম রব্বানী, গোপালগঞ্জ
গোপালগঞ্জ গণপূর্ত জোনের আয়োজনে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে জোনের বিভিন্ন জেলার প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
গোপালগঞ্জ গণপূর্ত জোনের সম্মেলন কক্ষে( ২৭ মে )সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন:
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বাহাদুর আলী,নির্বাহী প্রকৌশলী (স্টাফ অফিসার) নাহিদ আফরোজ (সঞ্চালক),নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল (গোপালগঞ্জ গণপূর্ত বিভাগ),নির্বাহী প্রকৌশলী মো: আবু সুফিয়ান মাহবুব (ই/এম, পিএন্ডডি বিভাগ),উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) সমীর কুমার কুন্ডু,উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) তন্ময় কর্মকার- ,সহকারী প্রকৌশলী মো. মহিউদ্দিন হাসান,উপ-সহকারী প্রকৌশলী অন্তু কুমার সাহা,উপ-সহকারী প্রকৌশলী হীরক বিশ্বাস,সিনিয়র হিসাব সহকারী (ক্যাশিয়ার) রইজ আহমেদ,সিনিয়র হিসাব সহকারী চিন্ময় সমাদ্দার,অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক গাজী আমিনুল হক,অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শেখ মনিরুল ইসলাম সহ সর্বস্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনলাইনে (জুম মিটিং) অংশগ্রহণ করেন:নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান (রাজবাড়ী জেলা গণপূর্ত বিভাগ),নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান (ফরিদপুর জেলা গণপূর্ত বিভাগ),নির্বাহী প্রকৌশলী শারমিন আক্তার (শরীয়তপুর জেলা গণপূর্ত বিভাগ),নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার হোসেন (মাদারীপুর জেলা গণপূর্ত বিভাগ)
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।