ডার্ক মোড
Thursday, 29 May 2025
ePaper   
Logo
বেগমগঞ্জের রসুলপুরের বাড়িঘর ভাংচুর, লুটপাট, দুই নারী সহ আহত-৪ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে

বেগমগঞ্জের রসুলপুরের বাড়িঘর ভাংচুর, লুটপাট, দুই নারী সহ আহত-৪ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে " সংবাদ সম্মেলন "

 

নোয়াখালী প্রতিনিধি 
নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শিবপুর গ্রামের মনু ব্যাপারী বাড়ীর খুকুমণির পরিবারের বাড়িঘর ভাংচুর, লুটপাট, দুই নারী সহ আহত-৪,  
মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে " সংবাদ সম্মেলন " করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে প্রবাসী মোঃ ইউসুফের স্ত্রী খুকুমণি।
 
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আমার স্বামীর বোনের স্বামী ফজলুল হক আমার বসত বাড়ী ওয়ারিশ সূত্রের মালিক দাবী করে দীর্ঘদিন দখল করার পায়তারা করে।
 
গত ৬ ও ৮মে আমার পরিবারকে বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে সংঘবদ্ধ হামলা চালায়, বসত বাড়ির ওয়াল ও টিন ভাঙচুর করে গৃহ দখলের চেষ্টা করে। যদিও বিরোধকৃত ভূমির জেলা জজ কোর্টে আদালতে দেওয়ানি মামলা নং ৪১৩৪/২০২৪ চলমান এবং উক্ত মামলার উপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। 
৬মে নির্মাণাধীন ওয়াল ভাঙার পুনঃনির্মাণ করতে গেলে ৮মে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এক পর্যায়ে আমার বড় মেয়ে কে দেশীয় অস্ত্র "ছেনি" দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে, তার আর্তচিৎকারে ঘরে থাকা মেয়ের জামাই মোঃ নাছির এগিয়ে এলে তাকেও লাঠিসোঁটা দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। পরে এলাকাবাসী তাদেরকে রক্তাক্ত জখম অবস্থা উদ্ধার করে বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে । 
পরে ৯৯৯ এ ফোন দিলে বেগমগঞ্জ মডেল থানার এসআই তার ফোর্স নিয়ে ঘটনা স্থলে আসলে বিবাদী পক্ষ আরো আক্রমত্ব হয়ে উঠলে পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা দেখা দিলে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে। 
 
এই ঘটনায় আমরা মামলা করার জন্য অভিযোগ দিলে বেগমগঞ্জ  মডেল থানার অফিসার ইনচার্জ রহস্যজনক কারণে মামলাটি রুজু করতে অপারগতা প্রকাশ করে। উল্টো ফজলুল হক গং আমাদের বিরুদ্ধে জিআর- ১৪২ মামলা করে আমার মেয়ের জামাই, ভাগিনা সহ ১১জনকে আটক করে কারাগারে পাঠিয়ে দেয়। পরে তাদেরকে জামিনে মুক্তি করি।
এমন অবস্থা আমিও আমার পরিবারসহ সকলেই নিরাপত্তিনতা ভুগছি। 
 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী খুকুমণি ও তার পরিবার তাদের সম্পত্তি রক্ষার ও নিরাপত্তার জন্য প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন