
আ'লীগ সরকারের সাবেক ভুমি মন্ত্রী রেজাউল করিম হীরা স্বস্ত্রীক শেরপুরে আটক
খোরশেদ আলম, শেরপুর
আওয়ামী লীগ সরকারের সাবেক ভুমি মন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করেছে শেরপুর সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) বিকালে শেরপুর জেলা শহরের সাব-রেজিস্ট্রী অফিস থেকে বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী জামালপুর জেলার সদর উপজেলার বাসিন্দা মৃত নুরুল হক চৌধুরীর ছেলে ও বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক ভুমি মন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা ও তার স্ত্রীসহ তার জমি বিক্রি ও রেজিস্ট্রী সম্পাদন করে দিতে মঙ্গলবার শেরপুর সদর সাব-রেজিস্ট্রী অফিস কার্যালয়ে আসেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাবেক ওই মন্ত্রীকে দেখে ফুঁসে উঠেন এবং মারমুখী হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সদর সাব-রেজিস্ট্রী অফিস থেকে সাবেক মন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি দাবি করে সদর থানার চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। এব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক ভুমি মন্ত্রী ও তার স্ত্রীকে জামালপুর থানা পুলিশে সোপর্দ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।